ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

সন্তানদের পরিবার থেকে বিচ্ছিন্ন করার আইন থেকে সরে এসেছেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ২১ জুন ২০১৮ | আপডেট: ১২:০৮, ২১ জুন ২০১৮

বিক্ষোভ আর তোপের মুখে অবশেষে অভিবাসী পরিবারের সন্তানদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করার আইন থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, অভিবাসী পরিবারগুলোকে একসাথে রাখতে চায় যুক্তরাষ্ট্র। গেল ৫ মে মাস থেকে ৯ জুন পর্যন্ত ট্রাম্পের অভিবাসন নীতির আওতায় ২ হাজারেরও বেশি অভিবাসী শিশু তাদের বাবা-মা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ নিয়ে বিক্ষোভের পাশাপাশি নিজ দল ও ডেমোক্র্যাটদের তোপের মুখে পড়েন তিনি। এমনকি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও এর তীব্র বিরোধিতা করেন।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি