ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

সন্ধ্যা হলেই মাথার উপর মশা ভনভন করে, কিন্তু কেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ২১ জুলাই ২০১৮

সূর্য ডুবলেই নেমে আসে সন্ধ্যা। আর সন্ধ্যা হলেই শুরু হয় মশার উপদ্রব। তবে একটা বিষয় অবাক লাগে তারা এ সময় বেশিরভাগ মাথার উপর ভনভন করে ঘুরতে থাকে। তবে কি কারণে ঘুরতে থাকে সবারই মনে এই প্রশ্ন জাগে। এর কারণ নিচে জানিয়ে দেওয়া হলো-  

‘কোরা.কম’-এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মানুষের নিঃশ্বাস থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাসের গন্ধ পেয়েই মশা এসে পৌঁছয় মানুষের কাছে। আসলে মশা ওই গন্ধেই সন্ধান পায় মানুষের। কিন্তু কেন মাথার কাছেই ঘুরপাক খেতে থাকে তারা?

আসলে, চারপাশের এলোমেলো বাতাসে মশা চলতে পারে না। অগত্যা তারা মাথার উপরে জড়ো হয়। আর সময়টা সন্ধে হওয়ার একটাই কারণ। দিনের আলোয় প্রকাশ্যে আসতে পছন্দ করে না তারা। তাই সন্ধ্যে নামতেই তারা বেরিয়ে পড়ে।

সূত্র : এবেলা।

কেএনইউ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি