ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সফর শেষে ফিরে গেলেন প্রণব মুখার্জি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪২, ১৮ জানুয়ারি ২০১৮

বাংলাদেশে পাঁচ দিনের সফর শেষে বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাকে বিদায় জানান।

এর আগে গত রোববার ঢাকায় আসেন প্রণব মুখার্জি। পরদিন ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু করেন। ভারতের সাবেক রাষ্ট্রপতি তার সফরের সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রণব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগ দেন এবং বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দেয়া হয়। তিনি এই সফরে রাজধানীতে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন’সহ বেশকিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ভারতের সাবেক রাষ্ট্রপতির ব্যক্তিগত এই সফরে অন্যান্যের মধ্যে তার কন্যা শর্মিষ্ঠা মুখার্জি তার সঙ্গে ছিলেন। ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শেষে প্রণব মুখার্জি গত বছর জুলাই মাসে অবসরে যান।

 

আর/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি