ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

‘সরকার বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

সরকার বিএনপির গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে না সরকার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।

আজ শনিবার কুমিল্লার বরুড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন্তব্য করেন। এ সভায় জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে আমরা কখনোই বাধা দিচ্ছি না। কিন্তু যখনই কেউ মাত্রাতিরিক্ত করে, জনগণের দুভোর্গ বাড়িয়ে দেয়, রাস্তা বন্ধ করে দেয় তখনই আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কাজটি করা দরকার সে কাজটিই করে থাকে।

তিনি বলেন, নয়াপল্টনের সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে যা প্রয়োজন ছিল তাই করা হয়েছে।

আজ সকালে প্রায় শতাধিক বিএনপি নেতাকর্মী রাজধানীর নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ৩০ মিনিট বিক্ষোভ করেন। এ সময় হঠাৎ পুলিশ বিক্ষুদ্ধ নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এত হতাহতের ঘটনা ঘটে। আহত হন বেশ কয়েকজন মহিলা দলের নেত্রী। একর্মসূচি চলাকালে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্তত ৫৭ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 টিআর/ এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি