ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সর্বকালের সাহসী নেতা বঙ্গবন্ধুকে স্যালুট প্রণব মুখার্জির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ১৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০৯:৫৫, ১৬ জানুয়ারি ২০১৮

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বকালের সাহসী নেতা হিসেবে উল্লেখ করে স্যালুট জানিয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

সোমবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের পরিদর্শন বইতে তিনি এই মন্তব্য লিখেছেন।

প্রণব মুখার্জি লিখেছেন,‘ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে পুনরায় ভ্রমণ করার সুযোগ পেয়ে আমি গর্বিত।স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশের মানুষকে এই বাড়ি থেকেই নেতৃত্ব দিয়েছেন শেখ মুজিব।যাকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এখানেই ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভোরে হত্যা করা হয়।’

ভারতের ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র বাঙ্গালী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে আসা প্রণব মুখার্জী আরও লিখেছেন,‘এই বাড়িটিই একটি নতুন জাতির জন্ম ও এগিয়ে চলার ইতিহাসের সাক্ষী।আমি সর্বকালের সাহসী এই নেতাকে স্যালুট জানাই এবং সব শহীদের প্রতি সম্মানজনক শ্রদ্ধা জানাচ্ছি।’

ঢাকা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আমন্ত্রণে পাঁচ দিনের ব্যক্তিগত সফরে ঢাকায় এসেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গতকাল রবিবার বিকাল ৪টায় জেট এয়ারলাইন্সের একটি বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। আগামী ১৮ জানুয়ারি তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি