ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের চিন্তা বিএনপির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ২৭ জুন ২০১৭ | আপডেট: ১৭:০৪, ২৭ জুন ২০১৭

সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে আন্দোলনের চিন্তা করছে বিএনপি। আর সহায়ক সরকারের রূপরেখা শিগগিরই দেয়া হবে বলেও জানিয়েছেন নীতি নির্ধারকরা। সেই সঙ্গে ভেতরে ভেতরে প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিস্টরা। 

আগেরবারের মতো এবার ক্ষমতাসীনদের একতরফা নির্বাচন করতে দিতে নারাজ বিএনপি। তবে দলটি চায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। কিছুটা কৌশলী হয়ে বলা হচ্ছে সহায়ক সরকার। এরই মধ্যে এই দাবি আদায়ে আন্দোলনে যাওয়ার হুশিয়ারীও দিয়েছেন বিএনপি প্রধান।

এরই মধ্যে সহায়ক সরকারের রুপরেখা প্রনয়নের কাজ চূড়ান্ত করে এনেছেন নীতি নির্ধারকরা। প্রতিটি আসনের বিপরীতে একাধিক প্রার্থীও প্রাথমিকভাবে ঠিক করে রাখা হয়েছে বলেও জানান তারা।

বিএনপি নেতারা আশা করছেন, সরকার এরই মধ্যে জনগণের আস্থা হারিয়েছে। নিরপক্ষে নির্বাচন হলে ভোটের ফলাফল দলের পক্ষে আসবে আশাবাদী তারা।

বিএনপি নেতারা মনে করেন, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে জনগনের সামনে ক্ষমতাসীনদের ব্যর্থতার চিত্র তারা তুলে ধরতে পেড়েছেন।

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি