ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

সাঈদীর আমৃত্যু কারাদন্ড বহাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৬:০১, ১৫ মে ২০১৭

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদন্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষ ও আসামীর রিভিউ খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ। অ্যাটর্নি জেনারেল অসন্তোষ জানিয়ে প্রসিকিউশনকে ব্যার্থতার দায় দিয়েছেন। তবে সন্তোাষ জানিয়েছে আসামীপক্ষ।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদন্ড পাওয়া যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদন্ড চেয়ে রিভিউ আবেদন করেছিল রাষ্টপক্ষ। তবে সাঈদী যেন খালাস পায় সে আবেদন ছিল আসামীপক্ষের।
রিভিউ শুনানীর ২য় দিনে যুক্ততর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল। আপিলের রায়ের পর সাজা বৃদ্ধির খুববেশি নজির না থাকলেও বিশেষ এই বিচারে আসামীর সবোচ্চ সাজা আশা করেছিলেন তিনি। তবে তা না হওয়ায় হতাশ তিনি।
সেইসাথে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সঠিক তথ্য প্রমানের অভাবে ছাড় পেয়ে গেল ধুরোন্ধর এ আসামী।
তবে আসামীপক্ষ বলছে, পুরোপুরি সন্তুষ্ট হতে না পারলেও খুশি তারা।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদন্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুাল। ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীর মৃত্যুদন্ডের সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদন্ড দেন আপিল বিভাগ।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি