ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

চিংড়ি চাষে ভাগ্য ফিরেছে খুলনা-সাতক্ষীরার চাষীদের (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৪, ১৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:১৬, ১০ মে ২০১৮

সাতক্ষীরা-খুলনা ও বাগেরহাটে উৎপাদন বেশি হওয়ার পাশাপাশি দাম ভাল পাওয়ায় চিংড়ি চাষে আগ্রহ বেড়েছে। সাধারণ চাষীদের এই আগ্রহের কারণে বাড়ছে কর্মসংস্থান, আর্থিকভাবেও স্বচ্ছল হচ্ছেন চিংড়ি চাষীরা। এছাড়া বৈদেশিক মুদ্রাও আয় করছে সরকার। সরকারি সহায়তা পেলে চিংড়ী চাষীরা আরও বেশি লাভবান হবেন।

ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে চিংড়ি। সাতক্ষীরার ছেশট্টি হাজার নয়শ’ দশ (৬৬,৯১০) হেক্টর জমিতে প্রায় পঞ্চান্ন হাজার একশ’ ১২টি ঘেরে (৫৫,১১২) চিংড়ি উৎপাদিত হয়। জেলার প্রায় ৬০শতাংশ মানুষ কোন না কোনোভাবে এ শিল্পের সঙ্গে জড়িত।

মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, গত ৫ বছরে এ জেলায় চিংড়ির উৎপাদন বেড়েছে প্রায় ১০হাজার মেট্রিক টন। ২০১২সালে যেখানে চিংড়ি উৎপাদনের পরিমাণ ছিল ১৬ হাজার ৪০৮ মেট্রিক টন। সেখানে ২০১৭ সালে উৎপাদন হয়েছে ২৭ হাজার ১৪২ মেট্রিক টন।

বৎসর ওয়ারী ৫ বছরের তথ্য :

সাল                       উৎপাদনের লক্ষ্যমাত্রা                       উৎপাদন

২০১৩                       ১৯,৫৪২ মে: টন                       ১৬,৫০০ মে: টন

২০১৪                       ২২,৬০৭ মে: টন                        ১৯,০৯২ মে: টন

২০১৫                       ২২,৮০০ মে: টন                       ২০,৬৮০ মে: টন

২০১৬                       ২২,১২০ মে: টন                       ২৫,৩৫৪ মে: টন

২০১৭                       ২৭,৫০০ মে: টন                       ২৭,১৪২ মে: টন

এদিকে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে জেলা থেকে গত কয়েক বছরে চিংড়ী থেকে আয়ও বেড়েছে।

খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলা থেকে চিংড়ি থেকে আয়ের বিবরণ:

২০১৪- ২০১৫               ৩৩,৬৩৯ মে: টন মাছ               ২,৬৫১ কোটি টাকা

২০১৫-২০১৬                 ৩১,৬৮৭ মে: টন মাছ               ২,৫৪৩ কোটি টাকা

২০১৬-২০১৭                 ৩০,২১৭ মে: টন মাছ               ২,৫৮৮ কোটি টাকা

জুলাই-সেপ্টেম্বর (তিনমাস)   ৮,৯২৬ মে: টন মাছ                   ৮৫৭ কোটি টাকা

লাভজনক হওয়ায় জেলার মানুষ চিংড়ি চাষে আরো আগ্রহী হচ্ছে।

এদিকে মৎস্য কর্মকর্তা মনে করছেন, এ শিল্প থেকে আরো বেশি বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।

এ অবস্থায় চিংড়ি শিল্পে সরকারের আরো পৃষ্ঠপোষকতা দাবি করেছেন চাষীরা।  

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি