ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

সাতক্ষীরায় স্যানিটেশনের ঘোষণা কোকা-কোলা বাংলাদেশ এবং ওয়াটারএইড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ২৪ এপ্রিল ২০১৭

সাতক্ষীরা জেলায় হাইস্কুল পর্যায়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতা এবং স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দিয়েছে কোকা-কোলা বাংলাদেশ এবং ওয়াটারএইড।

সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। জলবায়ুর বিরূপ প্রভাবের কারনে সহনীয় স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা এবং স্থানীয়দের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে এই প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানান হয়। প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ৬০টি হাইস্কুলে স্যানিটেশন কমপ্লেক্স তৈরি করা হবে। এতে ১৮ হাজার শিক্ষার্থী এবং ৫হাজার স্থানীয় মানুষ সরাসরি সুবিধা পাবে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি