ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

সারাদেশে রাজস্ববান্ধব সংস্কৃতি গড়বো : নজিবুর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ২৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:১৬, ২৬ ডিসেম্বর ২০১৭

সারাদেশে রাজস্ববান্ধব সংস্কৃতি গড়বেন বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। আজ মঙ্গলবার কর অঞ্চল-৫ এর সম্মেলন কক্ষে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কর অঞ্চল-৫, ঢাকা এর কর কমিশনার শাহীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনবিআর সদস্য মো.আব্দুর রাজ্জাক ও এনবিআর সদস্য হাবিবুর রহমান। এ সময় সম্মাননা পাওয়া করদাতারাসহ এনবিআর এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, সম্মাননা পাওয়া করদাতারা নিজেরা কর দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা অন্যদের উৎসাহিত করেছেন। তাদের উৎসাহে আশা করি দেশে করদাতার সংখ্যা আরও বেড়ে যাবে।

তিনি বলেন, আমরা সারাদেশে রাজস্ববান্ধব সংস্কৃতি গড়বো। কর দেওয়া ভয়ের কিছু নয়, এ বার্তা আমরা সবার মাঝে ছড়িয়ে দিচ্ছি। কর দিতে আর কোনো ভীতি পরিবেশ থাকবে না। কর প্রদান সহজতর করতে আমাদের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, কর দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে ফুলেল চরিত্র গঠনের চেষ্টা করছি। আমরা হৃদয় ও মননে সহনীয় অবস্থান গ্রহণ করছি। আমরা ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)কে বর্ষসেরা পার্টনারশিপ ঘোষণা করছি।

অনুষ্ঠানে ২০১৬-১৭ করবর্ষে ট্যাক্স কার্ড সম্মাননা পাওয়ায় ‘কর অঞ্চল-৫ ঢাকা’ এর ৭ জন করদাতার নামের তালিকা দেওয়া হয়। যাদের মধ্যে দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে আছেন হাজী মো. সায়দুল্লাহ মিয়া, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে আছে মিডিয়া ওয়ার্ড লিমিটেড, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা হিসেবে ইষ্ট  ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডেরও নামও উল্লেখ আছে, রিয়েল এস্টেট ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা হিসেবে বে ডেভেলপমেন্টস লিমিটেড, রিয়েল এস্টেট ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা হিসেবে স্পেস জিরো লিমিটেডের নামও উল্লেখ আছে। ব্যাক্তিসংঘ ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা হিসেবে আছে আশা, এছাড়া অন্যান্য ক্যাটাগরিত সর্বোচ্চ করদাতা হিসেবে ব্যুরো বাংলাদেশ’র নাম উল্লেখ করা হয়।

 

আরকে/এমআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি