ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

সারাদেশে ৩৩ লাখের বেশি মামলা বিচারাধীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ১৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১২:২৮, ১৬ জানুয়ারি ২০১৮

সারাদেশে বিচারাধীন রয়েছে ৩৩ লাখ ৯ হাজার ৭৮৯টি মামলা। আর পাঁচ বছর ধরে হাইকোর্টে বিচারাধীন রয়েছে দুই লাখের ওপরে মামলা, নিম্ন আদালতে রয়েছে ছয় লাখের ওপরে। এজলাস ও বিচারক সংকটসহ বেশ কিছু কারণে মামলার দীর্ঘসূত্রিতা বাড়ছে বলে মনে করেন সিনিয়র আইনজীবীরা। সংকট নিরসনে দ্রুত বিচারক নিয়োগ, অবকাঠামো, আনুষঙ্গিক সুযোগ সুবিধাসহ ব্রিটিশ আমলের আইন যুগোপযোগী করার পরামর্শ দিয়েছেন তারা। তা না হলে ন্যায় বিচার বাধাগ্রস্থ হবে বলে মনে করেন সিনিয়র আইনজীবীরা।

পৃথক বিচার বিভাগের যাত্রা শুর হয় ২০০৭ সালের ১ নভেম্বর। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের ১০ বছর পার হলেও এখনও অবকাঠামো ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিত হয়নি।

এজলাস সংকটের কারণে নিন্ম আদালতের অনেক বিচারক পুরো কর্মঘণ্টা বিচার কাজে ব্যয় করতে পারছেন না। অনেক ক্ষেত্রে একই এজলাসে সহকর্মীর সঙ্গে ভাগাভাগি করে বিচার কাজে অংশ নিচ্ছেন অন্য বিচারক। যার প্রভাব পড়ছে মামলা নিষ্পত্তিতে।

সুপ্রিম কোর্টের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দেশের আদালতগুলোতে ৩৩ লাখ ৯ হাজার ৭৮৯টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে হাইকোর্টে চার লাখ ৭৬ হাজার ৭৫০টি। আর আপিল বিভাগে রয়েছে ১৬ হাজার ৫৬৫টি মামলা।

২০১৬ সালে সারাদেশে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৩১ লাখ ৫৬ হাজার ৮৭৮টি। ন্যায় বিচারের স্বার্থে দ্রত মামলা নিষ্পত্তির তাগিদ দিয়েছেন আইনজীবীরা।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি