ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

সিদ্দিকুরের চোখ ভাল হওয়ার সম্ভাবনা ক্ষীণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ২২ জুলাই ২০১৭

রাজধানীর শাহবাগে পুলিশের কাঁদানে গ্যাসের শেলের আঘাতে আহত সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের চোখে আলো ফেরার সম্ভাবনা কম। শনিবার সকালে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তার দুই চোখে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা একথা জানান।

হাসপাতালের সহযোগী অধ্যাপক ইফতেখার বলেন, সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয়ে দেড় ঘণ্টা ধরে সিদ্দিকুরের দুই চোখ অস্ত্রোপচার করা হয়েছে। তার চোখের আলো ফিরে আসার সম্ভাবনা কম। সকাল সাড়ে নয়টার শুরু হয়ে দেড় ঘণ্টা ধরে দুই চোখ অস্ত্রোপচার হয়েছে। সিদ্দিকুর রহমানের ডান চোখের ভেতরের অংশ বের হয়ে আসছিল; তা যথাস্থানে বসানো হয়েছে। বাঁ চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে; রক্ত ছিল, তা পরিষ্কার করা হয়েছে। চোখের আলো ফিরে আসার সম্ভাবনা কম। বাকিটা পরে বলা যাবে।

বৃহস্পতিবার শাহবাগে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি বাঙলা কলেজ।

রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে অবস্থান নেয়া ওই শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ওই দিন পুলিশের কাঁদানে গ্যাসে আহত হন সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান। বর্তমানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

আরকে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি