ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

পুঁজিবাজারের সব খবর

সূচক ও লেনদেন কমেছে উভয় স্টক এক্সচেঞ্জে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৭, ১২ জুলাই ২০১৮

সূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একই সঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ২২২টির, আর ২৫টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৩৫৮ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৮৫২ কোটি ৯৭ লাখ টাকা।

সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৮১টির, আর ১৪টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৪৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ
সেকেন্ডাারি মার্কেটে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে ১৫ জুলাই।

শেয়ারের দরবৃদ্ধি নিয়ে প্রশ্ন
শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্যসংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে কনফিডেন্স সিমেন্ট, ফিনিক্স ফাইন্যান্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সালভো কেমিক্যাল, এডভেন্ট ফার্মা ও সাফকো স্পিনিংস মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের জিজ্ঞাসার প্রেক্ষিতে কোম্পানিগুলো এই জবাব দেয়।

শেয়ার কেনার ঘোষণা
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের একজন পরিচালক ১০ লাখ ও অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানির একজন উদ্যোক্তা পরিচালক ৭৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।

স্টক ডিভিডেন্ড বণ্টন
অনুমোদিত স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

১৫ জুলাই যেসব কোম্পানি বোর্ড মিটিং
গ্রামীণফোন ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ১৫ জুলাই। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বার্জার পেইন্টস
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুলাই। সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

১৭ জুলাই যেসব কোম্পানি বোর্ড মিটিং
আরএকে সিরামিক ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুলাই। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ম্যারিকো
ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই। সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ডিবিএইচ
ডেলটা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

লিন্ডে বিডি
লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুলাই। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্বাভাবিক লেনদেন শুরু
রেকর্ড ডেটের পর মুন্নু জুট স্টাফলার্স লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে ১৫ জুলাই। আগের কার্যদিবসে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত ছিল।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি