ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

সূচক কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৮, ১৯ এপ্রিল ২০১৭

সূচক কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে লেনদেনে ছিল মিশ্র প্রবণতা।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৪৬টির, আর ৩৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৬৮৪ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১৬ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৫৫৫ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১০৮টির, আর ২৩টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৫৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি