ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

সেদিন আমি অঝোরে কেঁদেছিলাম : শেখ হাসিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ২১ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:১৭, ২১ জুলাই ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার পর এদেশে বারবার ক্যু হয়েছে। আমি ও আমার ছোট বোন রেহানা পচাত্তরের ১৯ জুলাই জার্মানি গিয়েছিলাম। মানুষ বিদেশ যেতে আনন্দ পায়। কিন্তু আমি সেদিন অঝোর ধারায় কেঁদেছিলাম। বাংলাদেশে ক্যুর কতা শুনে আমার মুখ দিয়ে সেদিন (১৫ আগস্ট ১৯৭৫) একটি কথা বের হয়েছিল। বলেছিলাম, তাহলে তো আমার বাবা কেউ বেঁচে নেই। পরে দেখলাম আমার কথাই সত্যি হলো।

আজ শনিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পচাত্তর পরবর্তী ঘটনাপ্রবাহের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী এসময় বলেন, ইন্দিরা গান্ধী আমাদের সহযোগিতা করেছিলেন। আমরা ছয় বছর দেশে ফিরতে পারিনি। ইন্দিরা গান্ধী আমাদের পাশে দাঁড়িয়েছন।

তিনি আরও বলেন, আমি আর রেহানা হারিয়েছি, বাবা, মা, ভাই। কিন্তু জাতি হারিয়েছে তাদের আশা আকাঙ্খার প্রতীক।

গণসংবর্ধনা অনুষ্ঠাণে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। গণসংবর্ধনা অনুষ্ঠাণে অভিনন্দনপত্র পাঠ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আ আ/ এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি