ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

সৌদি আরবে ফুডেক্স মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ১৪ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৮:১৮, ২৫ নভেম্বর ২০১৭

প্রক্রিয়াজাত ‍খ্যাদ্যপণ্য নিয়ে পঞ্চমবারের মতো জেদ্দায় শুরু হয়েছে ‘ফুডেক্স সৌদি আরব ২০১৭’ মেলা। এতে অংশগ্রহণ করেছে বাংলাদেশও। গত সোমবার জেদ্দাস্থ আন্তর্জাতিক পরিদর্শন কেন্দ্রে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সৌদি আরবের রাজ পরিবারের সদস্য প্রিন্স খালেদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সউদ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি আরবের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, সৌদি সফররত অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কাজি সফিকুল আজম, রপ্তানি উন্নয়ন বোর্ডের যুগ্ম সচিব মোহাম্মদ জাহাঙীর হোসেন, রিয়াদ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. আবুল হাসান, প্রেস উইং এর কনসাল ফখরুল ইসলাম, জেদ্দাস্থ কনস্যুলেটের কনসাল মোস্তফা জামিল, কনসাল মুজিবুর রহমান সহ প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন গনমাধ্যমে প্রতিনিধি গন।

                                                                

রাষ্ট্রদূত গোলাম মসিহ্ বলেন, বর্তমান সরকার দেশের ক্রমবর্ধমান জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। সেই সাথে বাংলাদেশের জনগণের চাহিদা মিটিয়ে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন। সৌদি আরবে ফুড বাজার অনেক ভালো তাই এই দেশে বাংলাদেশী পণ্যের চাহিদা রয়েছে। আমাদের দেশে বিশ্ব মানের ফুড কোম্পানির রয়েছে। তারা যদি এই দেশের বাজার সৃষ্টি করতে পারে আমরাও দেশের পন্য পাব পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করব।

 

সোমবার বিকাল থেকেই মেলায় দর্শনার্থীদের সমাগম শুরু হয়েছে। ১৫ নভেম্বর পর্যন্ত চলবে মেলাটি।

 

/এমআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি