ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

‘সৌদি-যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দিয়ে পাকিস্তান নিজের ক্ষতি করেছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৪, ২৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:১৩, ২৪ এপ্রিল ২০১৮

বিশ্বের কিছু দেশ পাকিস্তানের মাধ্যমে প্রক্সি যুদ্ধ চালিয়ে দেশটির অপূরণীয় ক্ষতি করছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের কথা সরাসরি উল্লেখ করেন।

রোববার এক সাক্ষাৎকারে হিনা দাবি করেন, সব দেশ নিজের ভৌগোলিক অবস্থানকে জাতীয় স্বার্থরক্ষার কাজে ব্যবহার করলেও ইসলামাবাদ সবসময় ওয়াশিংটন ও রিয়াদের স্বার্থরক্ষার কাজে এ অবস্থানকে ব্যবহার করেছে।

তার মতে, বিশ্বের প্রতিটি দেশ নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা প্রণয়ন করে; কিন্তু পাকিস্তান অনেক সময় আমেরিকা ও সৌদি আরবের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে নিজের মারাত্মক ক্ষতি করে বসে। পাকিস্তানের আফগানিস্তান নীতির তীব্র সমালোচনা করে হিনা এ কথা বলেন।

প্রসঙ্গত, বর্তমানে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরবের কথিত সামরিক জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান সরকার। আর এরই মধ্যে এ মন্তব্য করলেন হিনা রব্বানি খার।

 

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি