ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

স্পট-ফিক্সিংয়ের অভিযোগে সামিকে জিজ্ঞাসাবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:০২, ৯ ডিসেম্বর ২০১৭

স্পট-ফিক্সিংয়ের অভিযোগে পাকিস্তানী পেসার মোহাম্মদ সামিকে জিজ্ঞাসাবাদ করেছে পিসিবির দুর্নীতি দমন কমিটি। পিসিবি সূত্রে জানা যায়, অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্তের অংশ হিসেবে সামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখনই কোনও ধরণের আইনি নোটিশ বা চার্জশিট দাখিল করা হচ্ছে না। কিছু তথ্য দরকার ছিলো। এজন্যই মূলত তাকে তলব করা হয়েছে।

পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পেয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও সামির বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দুবাইয়ের টি-টেন ক্রিকেট লিগে খেলার জন্য ছাড়পত্রও দেওয়া হয়েছে তাকে।

এদিকে পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, পিএসএলে সামির বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ পাওয়ায় শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদ করে পিসিবির দুর্নীতি দমন কমটি। তবে এই পেসার কোন ম্যাচে বা কিভাবে ফিক্সিং করেছেন পিসিবির পক্ষ থেকে সেটা এখন পর্যন্ত ব্যাখ্যা করা হয়নি।

 

সূত্র : ক্রিকইনফো

/এমআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি