ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

‘স্বজনহারার কষ্ট লাঘবে প্রধানমন্ত্রীকেই উদ্যোগ নিতে হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৬:১৪, ১০ ডিসেম্বর ২০১৭

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও স্বজনহারা। স্বজনহারাদের কষ্ট আপনি সবচেয়ে ভালো বুঝার কথা। মানবতার নেত্রী হিসেবে আপনি পরিচিতি পাচ্ছেন। তাই এ স্বজনহারা মানুষগুলোর কষ্ট লাঘবে আপনাকেই উদ্যোগ নিতে হবে। মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে স্বজনহারানো পরিবারগুলোর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না। এ সময় গুম হওয়া ব্যক্তিদের ছবি হাতে তাদের স্বজনদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

                                          

//এমআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি