ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

হবিগঞ্জে বিএনপির ২০ নেতা-কর্মী গুলিবিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ২০ ফেব্রুয়ারি ২০১৮

দুর্নীতি মামলায় দণ্ডিত দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জে বিএনপির বিক্ষোভ পুলিশ গুলি ছোঁড়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বিএনপির ২০ নেতা–কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে জেলা বিএনপি।

হবিগঞ্জ বিএনপির নেতাকর্মীদের দাবি, জেলা বিএনপি কার্যালয় থেকে বেলা ১১ টার দিকে মিছিল নিয়ে বের হয়ে মিছিলটি শহরের শায়েস্তানগর এলাকায় পৌঁছালে পুলিশ তাঁদের বাধা দেয়। এ নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিকে গউছের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় পুলিশ জিকে গউছকে লাঞ্ছিত করলে উপস্থিত নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। উত্তেজিত কর্মীদের ওপর পুলিশ উপর শটগানের গুলি ছোড়ে। এতে ২০ জন গুলিবিদ্ধ হন।

মেয়র জিকে গউছ দাবি করেন, পুলিশ তাঁর গায়ে হাত তোলা ছাড়াও বিনা উসকানিতে তাঁদের মিছিলে অতর্কিতভাবে গুলি চালিয়েছে।

হবিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আয়াতুন্নবী জানান, পুলিশ অহেতুক হামলা চালায়নি। পুলিশকে উদ্দেশ্য করে বিএনপি নেতাকর্মীরাই প্রথমে হামলা চালায়। পরে আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়েছে।

একে// এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি