ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

হরতালের প্রভাব পড়েনি রাজধানীতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ১২ অক্টোবর ২০১৭ | আপডেট: ১২:০০, ১৩ অক্টোবর ২০১৭

জামায়াতের আমিরসহ আট নেতাকে গ্রেফতার রিমান্ডের প্রতিবাদে সারা দেশে দলটির ডাকা হরতাল চলছে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে দলটির ডাকা দেশে হরতাল চলছে তবে রাজধানীর কোথাও হরতালের কোনো প্রভাব পড়েনি।

সপ্তাহের অন্যান্য কর্মদিবসের মতোই চলছে যানবাহনসহ দুরপাল্লার পরিবহণ। রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে যানজটও দেখা গেছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বেশ কয়েকটি এলাকা থেকে ঘুরে দেখা যায়, রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল করছে স্বাভাবিক ভাবেই। হরতালকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি র‌্যাবের টহল রয়েছে। জামায়াতের কোনো নেতাকর্মীকে রাজপথে মিছিলসহ দেখা যায়নি। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের সংখ্যাও। দোকানপাটও খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা।

উল্লেখ্য, জামায়াতের আমির মকবুল আহমাদসহ আট নেতাকে গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি। কর্মসূচির অংশ হিসেবে বুধবার সারা দেশে বিক্ষোভ এবং বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যার হরতাল ও শুক্রবার দোয়া দিবস পালন করবে তারা।

 

আর/এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি