ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

হাওর এলাকায় হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৭, ২১ জুন ২০১৮ | আপডেট: ০০:০৯, ২২ জুন ২০১৮

হাওর এলাকায় নতুন মহাসড়ক নয় বরং পানি প্রবাহে বাধা না দিয়ে এলিভেটেডে এক্সপ্রেসওয়ে করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একনেক বৈঠকে ১৭ হাজার কোটি টাকার ১৪টি প্রকল্পের অনুমোদন দিয়ে অনুশাসন দেন প্রধানমন্ত্রী।

এছাড়া আঙ্গুলের ছাপসহ আধুনিক ইলেক্ট্রনিক পাসপোর্ট ও স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার একটি প্রকল্পও অনুমোদন দেয়া হয়েছে বৈঠকে।

প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর প্রথম একনেক বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে পর্যালোচনা শেষে ১৪টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

এরমধ্যে ইলেক্ট্রনিক পার্সপোর্ট চালু ও সীমান্তে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় একটি প্রকল্পও অনুমোদন দেয়া হয়। প্রকল্পটি বাস্তবায়ন হলে বাংলাদেশি পাসপোর্টের নিরাপত্তা বাড়বে।

এছাড়া বড় দাগে নতুন প্রকল্পের মধ্যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ গ্রিড সম্প্রসারণে নেয়া হয়েছে সোয়া ৩ হাজার কোটি টাকার প্রকল্প।

বৈঠকে প্রধানমন্ত্রী হাওর অঞ্চলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের অনুশাসন দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

এছাড়া পদ্মাসেতু নির্মাণ প্রকল্পের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণে আরো ১ হাজার ৪’শ কোটি টাকার বরাদ্দ অনুমোদন দেয় একনেক।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি