ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৪, ৭ আগস্ট ২০১৮ | আপডেট: ১৪:৩২, ৭ আগস্ট ২০১৮

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনার আল্টিমেটাম দিয়েছে সাংবাদিক সমাজ। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় এক মানববন্ধন ও প্রতীকী কর্মবিরতি পালনকালে সাংবাদিকরা এ আল্টিমেটাম দেন।

গত কয়েকদিনে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর একের পর এক হামলা চালানো হয়। হামলাকালে পুলিশ পাশে থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ করেন তারা।

এ ঘটনায় ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি পারভেজ খান বলেন, সরকারের সদিচ্ছার অভাব আছে। হামলাকারী সবাই চিহ্নিত হয়েছে। সরকার আন্তরিক হলে তারা আইনের আওতায় আসবে।

সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয় জানিয়ে বক্তারা বলেন, তারা তো কোনো দলের বা মতের হয়ে কাজ করে না, তবুও কেন তাদের ওপর এমন হামলা? হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তারা বলেন, ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সাংবাদিকরা।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি