ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

হিলিতে পানে মড়ক লাগায় ক্ষতির মুখে চাষীরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

দিনাজপুরের হিলিতে দেখা দিয়েছে পানের পাতা ও গোড়াপঁচাসহ নানা রোগ বালাই। ওষুধ প্রয়োগ করেও সুফল না পাচ্ছেন না চাষীরা। এছাড়া এসব পান কম দামে বিক্রি হওয়ায় আর্থিক ক্ষতিতে পড়েছেন তারা।

সীমান্তবর্তী এলাকা হিলির ঘাসুরিয়া, মংলা, নন্দিপুর, বালুপাড়া আর মাধবপাড়া গ্রাম জুড়েই হয়েছে পান চাষ। মূলত বন্যার ক্ষতি পুষিয়ে নিতে এবার পান চাষে ঝুঁকে পড়েন চাষীরা।

তবে ঘন কুয়াশায় এবার পানের বরজগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে। পান পাতাগুলো কালো বর্ণ হয়ে শুকিয়ে ঝরে যাচ্ছে। নতুন করে পান রোপন করেও লাভ হয়নি।

ভালো মানের পান প্রতি পোয়া ১ হাজার থেকে ১২ শ টাকায় বিক্রি হলেও পানে দাগ থাকায় বিক্রি হচ্ছে পোয়া প্রতি ২০০ থেকে ৩০০ টাকায়। এতে লোকশানে কৃষকরা। ওষুধ দিয়েও পানের মড়ক বন্ধ করা যাচ্ছে না বলে জানান ক্ষতিগ্রস্তরা।

উপজেলায় ২৮হেক্টর জমির পানের বরজ রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি পান চাষীদের।

উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীন জানান, নিয়মিত পানে ছত্রাকনাশক ওষুধ স্প্রে করলে পানের ছত্রাকজনিত সমস্যা দূর হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি