ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

হোলিক্রস কলেজের ভর্তি পরীক্ষায় অভিভাবকদের ভিড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৪, ২৫ মে ২০১৮ | আপডেট: ০৯:০৫, ২৫ মে ২০১৮

হলি ক্রস কলেজে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আজ বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগে হাজার হাজার অভিভাবকের ভিড় দেখো গেছে। আজ বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা হয়।

হলি ক্রস কলেজে ভর্তির আবেদনের যোগ্যতা-

সিলেকশন টেস্ট: বিজ্ঞান বিভাগ ২৫ মে ২০১৮ তারিখ (শুক্রবার) এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ ২৬ মে ২০১৮ তারিখ (শনিবার) সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে। এ সিলেকশন টেস্টের নির্দিষ্ট সময় দেওয়া থাকবে।

বিজ্ঞান বিভাগ: এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত (এসএসসিতে অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে হবে)।

মানবিক বিভাগ: এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.২৫ হতে ৫.০০ প্রাপ্ত।

ব্যবসায় শিক্ষা: এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.২৫ হতে ৫.০০ প্রাপ্ত।

আবেদনের সময়সীমা ছিল সব বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১৭ থেকে ২০ মে ২০১৮ তারিখ সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ কলেজে অফিসে জমা দিয়েছিল।

ভর্তির আবেদনপত্র-

এই কলেজের আসন সংখ্যা- বিজ্ঞান বিভাগ- ৭৬০, ব্যবসায় শিক্ষা বিভাগ- ৩১০ ও মানবিক বিভাগ- ২৬০।

ভর্তির ফলাফল প্রকাশ: ০৪ জুন ২০১৮ তারিখ ১১টার পর কলেজ নোটিশ বোর্ড ও কলেজ ওয়েবসাইটে www.hccbd.com জানা যাবে।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি