ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

১ সেপ্টেম্বর থেকে মেডিকেল ভর্তি কোচিং বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৮, ১৩ আগস্ট ২০১৮ | আপডেট: ২১:৪৮, ১৩ আগস্ট ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

 

আসন্ন মেডিক্যাল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে আগামী ১ সেপ্টেম্বর থেকে সব মেডিকেলে ভর্তি কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই নির্দেশনা দিয়েছেন বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়।

একই সঙ্গে ভর্তি পরীক্ষা কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসসহ যেকোনো ধরনের গুজব বা ভুয়া তথ্য যদি কেউ ফেসবুক বা ইন্টারনেটে প্রচার করে তবে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

 ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা হবে ৫ অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা হবে ৯ নভেম্বর।

 

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি