ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

১০ম সংসদের ২২তম অধিবেশন শুরু ৯ সেপ্টম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ১৯ আগস্ট ২০১৮

১০ম জাতীয় সংসদের আরও একটি অধিবেশন শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। দশম জাতীয় সংসদের ২২তম এবং বর্তমান সরকারের শেষ অধিবেশন হতে
১০ম সংসদের ২২তম অধিবেশন শুরু ৯ সেপ্টম্বর পারে এটি বলে জানা গেছে। ৯ সেপ্টম্বর বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে। এর আগে বিকেলে ৪টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে শুরু হতে যাওয়া অধিবেশনের সময়সূচি নির্ধারিত হবে।

আজ রোববার বিকেলে সংসদ অধিবেশ আহ্বান সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ সংসদের গণসংযোগ থেকে পাঠানো হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারের শেষ বছর চলছে এটি। আগামী ২৮ জানুয়ারি দশম সংসদের পাঁচবছর পূর্ণ হবে। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পাঁচবছর পূর্ণ হওয়ার আগে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই হিসেবে অক্টোবর মাস থেকে নির্বাচনের দিনক্ষণ গণনা শুরু হতে পারে। এক অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশনের বাধ্যবাধকতা রয়েছে।

তাই আগামী ২২তম অধিবেশনকেই ধরা হচ্ছে বর্তমান সরকারের শেষ অধিবেশন। তবে সরকার চাইলে এই অধিবেশন এক বা দু’দিন বসে মুলতবি করে আবারও বসাতে পারে আরেকটি অধিবেশন।

জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ জানান, যেহেতু বর্তমান সরকারের মেয়াদের একেবারে শেষ সময়, তাই এই অধিবেশনই শেষ হতে পারে আবার দুএক দিন বসে মুলতবি করে আবারও বসতে পারে। তবে এখনই বলা যাচ্ছে না। অধিবেশনের আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সব চূড়ান্ত হবে।

তিনি আরও বলেন, যাই হোক অধিবেশন সংক্ষিপ্ত হবে এটা বলা যায়। এখন পর্যন্ত তেমন গুরুত্বপূর্ণ ইস্যুও নেই যেটা নিয়ে আলোচনা হতে পারে।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি