ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

শাহবাগে সংঘর্ষ

১২শ’ জনকে আসামি করে পুলিশের মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ২১ জুলাই ২০১৭ | আপডেট: ১০:২৫, ২২ জুলাই ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে অজ্ঞাতপরিচয় ১২শ’ জনকে আসামি করে এ মামলা করে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার এসআই মাজহারুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই এ মামলা করেন। একই থানার ওসি আবুল হাসান শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ওসি আরও জানান, বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে আটক হওয়া ১৩ শিক্ষার্থীকে কলেজ কর্তৃপক্ষের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন ৭ কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ নেন ঢাবির অধিভুক্ত ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থীরা।

বেলা সোয়া ১১টার দিকে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দিলেও শিক্ষার্থীদের একটি অংশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের ফুট ওভার ব্রিজের নিচে অবস্থান নেয়।
এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। তাদের লাঠিপেটা ও আটকের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
পরে অবশ্য শিক্ষার্থীদের আন্দোলনের মুখে লিখিত আকারে পরীক্ষার সূচি প্রকাশ করে ঢাবি।

//আর//এআর

  

আর

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি