ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

১৩৯ বন্দির মামলা নিষ্পত্তির নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:০০, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

বিলম্বিত বিচারে দেশের ৬৮টি কারাগারে মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে ৭ বছরের বেশি সময় ধরে আটক রয়েছে ১৩৯ জনের বিচার। এসব বন্দিদের বিচার আগামী ৩১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এ সময় উপস্থিত ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহবুব মোর্শেদ।

আদেশে ওই ১৩৯ বন্দির বিচার শেষ করে একটি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া তাদের বিষয়ে বিচারকালীন মামলার সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সহায়তা করতে বলা হয়েছে।

উল্লেখ্য, বিচারের দীর্ঘসূত্রিতা বা বিলম্ব বিচারে সাত বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক ব্যক্তিদের তথ্য চেয়ে দেশের আটটি বিভাগের ৬৮টি কারাগারে গত বছরের ১৯ নভেম্বর চিঠি দেয় সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড। এই চিঠির পরিপ্রেক্ষিতে গত বছরের ৩১ ডিসেম্বর কারা কর্তৃপক্ষ ২৫৬ জনের তালিকা পাঠালে সে তালিকা যাচাই-বাছায়ের পর ১৩৯ কারাবন্দির বন্দিদশা নজরে আনে লিগ্যাল এইড। ফলে লিগ্যাল এইডের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট আজ এ আদেশ দেন। আদালতের আদেশের পর লিগ্যাল এইডের আইনজীবী কুমার দেবুল দে সাংবাদিকদেরকে এসব তথ্য জানান।

একে// এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি