ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

১৪ দলে কেউ ফাটল ধরাতে পারবে না : খালিদ মাহমুদ চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ১১ ডিসেম্বর ২০১৭

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে যে আসনে মনোনয়ন দেবেন, ১৪ দলের সবাই তার পক্ষে সমন্বিতভাবে কাজ করবে। আসন বন্টন বা স্বার্থ চিন্তা করে নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি করা যাবে না।

আজ সোমবার বেলা ১১ টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ১৪ দলের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভেদাভেদ ভুলে নির্বাচনে জয়ের লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় ১৪ দলের সমন্বয়ক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া  প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ সভায় গুরুত্বপূর্ণ নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি