ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

২০৩০ সালের মধ্যেই এসডিজি অর্জন করবে বাংলাদেশ : শিরীন শারমিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ১০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৫৮, ১০ ডিসেম্বর ২০১৭

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ২০৩০ সালের মধ্যেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করবে বাংলাদেশ। রাজধানীর শাহবাগের সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ‘দারিদ্র্য বিমোচন ও মৌলিক মানবাধিকার নিশ্চিতকরণে আমাদের করণীয়’ শীর্ষক জাতীয় কনভেনশনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।

শিরীন শারমিন বলেন, দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে সরকার। আইটি সেক্টরে সকলের অংশগ্রহনের জন্যও কাজ করছে সরকার। সেই সাথে সামাজিক নিরাপত্তার প্রতি জোর দেওয়া হচ্ছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

কনভেনশনটি চারটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। কারিগরি অধিবেশন, উদ্বোধনী অধিবেশন, প্লেনারি অধিবেশন ও সমাপনী অধিবেশন। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পযর্ন্ত চলবে এ কনভেনশন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করছে OXFAM ও  আমার অধিকার ক্যাম্পেইন।

 

/এমআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি