ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

২৪ ঘণ্টায় ট্রাফিক অভিযানে ৩২০১টি মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ২৩ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২১:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০১৭

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্য করায় ৩২০১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ  (ডিএমপি) এর ট্রাফিক বিভাগ। এসময় ৭ লাখ ৪৭ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়। শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা আদায় করে ট্রাফিক বিভাগ।

ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১১৪টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার দায়ে ৭টি, উল্টো পথে চলাচলের জন্য ৩৩৪টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৩টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

একই সময় ট্রাফিক আইন অমান্য করায় মোটরসাইকেলের বিরুদ্ধে ৬৩৮টি মামলা করা হয় এবং ১৪টি মোটরসাইকেল আটক করা হয়। পাশাপাশি  ৪০টি গাড়ি ডাম্পিং ও ৪৩৪টি গাড়ি রেকার করা হয়।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি