ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

২৫ সেকেন্ড আগে ট্রেন ছাড়ায় দু:খ প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ১৭ মে ২০১৮ | আপডেট: ১৫:১৮, ১৭ মে ২০১৮

নির্ধারিত সময়ের মাত্র ২৫ সেকেন্ড আগে ট্রেন ছাড়ায় গভীর দুঃখ প্রকাশ করেছে জাপানের একটি রেলওয়ে কর্তৃপক্ষ। চলতি মাসে দ্বিতীয়বারের মতো দেশটিতে এ ঘটনা ঘটলো।
কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের ভীষণ অসুবিধায় ফেলাটা সত্যিই ক্ষমার অযোগ্য অপরাধ।
এর আগে গত নভেম্বরে জাপানের টোকিওতে একটি ট্রেন নির্ধারিত সময়ের ২০ আগেই স্টেশন ছেড়ে যায়। ওই ঘটনায়ও গভীর দুঃখ প্রকাশ করেছিল কর্তৃপক্ষ।
স্থানীয় সময় বুধবার নতুন করে ঘটা এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৭টা ১১ মিনিটে জাপানের শিগার নটোগাওয়া রেলস্টেশনে ছেড়ে  যাওয়া ট্রেনটির চালক ভেবেছিলেন তার ট্রেন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ৭টা ১২ মিনিট। এতেই এ জটিলতা সৃষ্টি হয়।
ট্রেনটির দরজা বন্ধ করে গন্তব্যে রওনা করার সঙ্গে সঙ্গে চালক বুঝতে পারেন; বড় ভুল হয়ে গেছে। অবশ্য ততক্ষণে আর কিছুই করার ছিল না।
এরপর একটি লিখিত অভিযোগ করা হয় যাত্রীদের পক্ষ থেকে। সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, সর্বোচ্চ সময়নিষ্ঠার জন্য বিশ্বজুড়ে সুনাম রয়েছে জাপানি রেলওয়ে সেবার।
সূত্র : বিবিসি।
/এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি