ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

৩৬ বছর বয়সেও তরুণের মতো খেলছেন অ্যান্ডারসন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ১৪ আগস্ট ২০১৮

ক্রিকেটারদের মাঠে বেশ লড়াই করেই টিকে থাকতে হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অবসরের চিন্তা মাথায় ডুকে যায়। ৩৫-এর পর তো দলে টিকে থাকাই কষ্টকর। ব্যাটসম্যান কিংবা স্পিনাররা তবু বেশি বয়সে খেলা চালিয়ে যেতে পারেন, পেস বোলারদের বেলায় ব্যাপারটা কঠিন। ৩৫ পেরুনোর পর বড় রানআপে গতির ঝড় বইয়ে দেওয়া তো চাট্টিখানি কথা নয়। জেমস অ্যান্ডারসন সেই কাজটিই করে যাচ্ছেন ৩৬ বছর বয়সে। তার বলিং দেখে এখনও অনেক বোলার অবাক।

৩৬ বছর বয়সেও অ্যান্ডারসন যেন তরুণ। সেটা বড় কথা নয়। এখনও যে ফিটনেস আর ফর্ম, তাতে আরও বছর চারেক তিনি খেলাটা চালিয়ে যেতে পারবেন বলে বিশ্বাস করেন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিস। বেলিস মনে করছেন, অ্যান্ডারসনের মতো সেরাদের সেরার জন্য ৪০ বছর পর্যন্ত পেস বোলিং চালিয়ে যাওয়া কঠিন কিছু হবে না।

সদ্য সমাপ্ত লর্ডস টেস্টের দিকেই তাকান না! ৪৩ রানে ভারতের ৯ উইকেট নিয়ে বলতে গেলে টেস্টটা একাই জিতিয়ে দিয়েছেন অ্যান্ডারসন। গত ৩৮ বছরের ইতিহাসে দেশের প্রথম বোলার হিসেবে ৯০০ রেটিং পয়েন্ট ছাড়িয়েছেন এই পেসার।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি