ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

৪০ হাজার যাত্রীর হজ অনিশ্চিত : মেনন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ১ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:৩৪, ১৮ আগস্ট ২০১৭

ই-ভিসা ও পরিবহণ জটিলতার সমাধান না হলে এ বছর ৪০ হাজার যাত্রীর হজ পালন করা অনিশ্চিত হয়ে পড়বে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আশকোনা ক্যাম্পের হজ কার্যালয়ে ধর্ম ও বিমান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিমানমন্ত্রী।

রাশেদ খান মেনন বলেন, ৪৫ হাজার লোকের ভিসা হয়েছে; কিন্তু দেখা যাচ্ছে যে এজেন্সিগুলো তারা যাত্রী নিচ্ছে না। কেন? কারণ দেখা যাচ্ছে যে, ওই ৪৫ হাজারের মধ্যে গ্রুপ যেটা আছে, সেই গ্রুপ হয়তো চারজনের গ্রুপ, সেখানে একজন নাই, সুতরাং তারা দিচ্ছে না। এটা তো বিমানের কিছু করার নেই। কারণ যাত্রী না পেলে তো কিছু করার নেই।

বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের উদাসীনতা ও হাব কার্যালয়ের ধীরগতির সমালোচনা করেন রাশেদ খান মেনন। মন্ত্রী জানান, সব পক্ষের সমন্বয়ের মাধ্যমে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব।

গত সাত দিনে যাত্রী সংকটের কারণে মোট ১২টি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি