ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

৪৪০০ বছরের পুরনো সমাধি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ৬ ফেব্রুয়ারি ২০১৮

চার হাজার চারশ’ বছরের পুরনো সমাধির সন্ধান মিলেছে। সম্প্রতি মিসরের রাজধানী কায়রোয়ে পিরামিডের পাশে এই সমাধির সন্ধান পান প্রত্নতত্ত্ববিদেরা।

গবেষকরা বলছেন, যে সমাধিটির সন্ধান পাওয়া গেছে, সেটি কোনো উচ্চপদস্থ নারীর। তার নাম হেতপেত। প্রাচীন মিসরের পঞ্চম রাজবংশে তিনি ছিলেন অন্যতম প্রভাবশালী রমণী।

সমাধিতে যেসব নিদর্শন পাওয়া গেছে, তাতে বোঝা যায় প্রাচীন মিসরে নারী অন্তরালে ছিল না। রাজনীতিসহ সর্বত্রই নারীদের ছিল অবারিত দ্বার। এবার আবিষ্কৃত হেতপেতের সমাধিতেও নারীর এ স্বাচ্ছন্দ্যময় চলাচলের প্রমাণ পাওয়া গেল। পুরাতত্ত্ববিদরা বলছেন, রাজনীতির আসরে যথেষ্ট ক্ষমতাধর ছিলেন এ  নারী।

পঞ্চম রাজবাংশে বিশাল প্রতিপত্তি ছিল হেতপেতের। তার সমাধিতে চিত্রকলার নিদর্শন পাওয়া গেছে। সেখানে হেতপেতকে শিকার করতে ও মাছ ধরতে দেখা গেছে। সমাধিটির সন্ধানে প্রত্নতাত্ত্বিক দলের নেতৃত্ব দিচ্ছেন মোস্তফা আল ওয়াজিরি। তিনি জানিয়েছেন, সমাধির ভেতর কয়েক জায়গায় হনুমানের ছবি চিত্রায়িত করা হয়েছে।

তখনকার দিনে হনুমান পোষা খুব সাধারণ বিষয় ছিল। ছবিতে হনুমানকে কোথাও ফল খেতে, কোথাও অর্কেস্ট্রার সামনে নাচতে দেখা গিয়েছে।

সূত্র : ইনডিপেনডেন্ট।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি