ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

উত্তরা মেডিকেল

৫৭ শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রম চলবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ১৭ জানুয়ারি ২০১৮

রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ২০১৭-’১৮ শিক্ষাবর্ষে সাধারণ কোটায় ভর্তি হওয়া ৫৭ জন শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রম অব্যাহত থাকতে কোনো বাধা নেই। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশ নিষ্পত্তি করে আজ বুধবার সকালে এ রায় দেন। আদালত এ সময় রিটকারীর সন্তানকেও ভর্তির আদেশ দেন।
আদালতে মেডিকেল কলেজের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। রিটের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দীন।
হাইকোর্ট এর আগে বৃহস্পতিবার রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে সাধারণ কোটায় ভর্তি হওয়া ৫৭ শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রমে ৩০ দিনের নিষেধাজ্ঞা দেন।
একইসঙ্গে ওই কলেজে ‘আগে আসলে আগে ভর্তির সুযোগ’এই পদ্ধতিতে ভর্তির প্রক্রিয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অধ্যক্ষকে আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি