ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

গঙ্গা রক্ষায় ১১১ দিন অনশন

আগারওয়ালের মৃত্যুতে রাহুলের শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ১২ অক্টোবর ২০১৮

ভারতের গঙ্গা নদী রক্ষার দবীতে অনশনরত পরিবেশবাদী জিডি আগারওয়ালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।

শুক্রবার এক টুইট বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।

পরিবেশ রক্ষায় আগারওয়ালের অবদানের কথা স্মরণ করে ওই আন্দোলনকে বেগবান করতে চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান রাহুল। 

আগারওয়াল গত ১১১ দিন ধরে গঙ্গা নদীকে দূষণ মুক্ত করার দাবীতে অনশন করেন। পরে অসুস্থ্য হয়ে গেলে তাকে উত্তরাখণ্ডের ঋষিকেশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আজ ৮৭ বছর বয়সে মারা যান।

এসময় রাহুল আগারওয়ালকে মা গঙ্গার সত্যিকার পুত্র বলে আখ্যায়িত করেন।

রাহুল বলেন, তিনি গঙ্গাকে রক্ষা করার মাধ্যমে আমাদের দেশকে রক্ষা করতে চেয়েছিলেন। আমরা তাকে কোনদিন ভুলতে পারি না। 

সূত্র : এনডিটিভি 

এমএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি