ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

আজ কৃষ্ণপুর গণহত্যা দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ১৮ সেপ্টেম্বর ২০২০

আজ হবিগঞ্জের কৃষ্ণপুর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানী বাহিনী ও তাদের এ দেশিয় দোসরদের সহযোগিতায় ১২৭ জনকে হত্যা করা হয়। আহত হয় শতাধিক ব্যক্তি। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, এই দিনে স্থানীয় রাজাকারদের সহযোগিতায় পাকহানাদার বাহিনী কৃষ্ঞপুর গ্রামে হামলা চালায়। এ সময় গ্রামের শত শত নারী-পুরুষ পুকুরে ডুব দিয়ে আত্মরক্ষার চেষ্টা করে। 

পাকিস্তানিরা দুইশ গ্রামবাসীকে লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করলে ১২৭  জন মারা যায়। রাষ্ট্রীয় কোনো উদ্যোগ না থাকলেও এদিনে যুদ্ধাহত শহীদ মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা স্ব-উদ্যোগে নির্মিত বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এআই/এমবি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি