ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

আজ জগন্নাথ হল ট্র্যাজেডি দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৭, ১৫ অক্টোবর ২০১৮

আজ জগন্নাথ হল ট্র্যাজেডি দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর, দিনটি ছিল মঙ্গলবার। বিটিভির পর্দায় চলছিল মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘শুকতারা’।
জগন্নাথ হলের ১৫০ বছরের পুরনো অনুদ্বৈপায়ন নামে ভবনের দোতলায় ছিল হলের টিভি কক্ষ। নাটকটি দেখার জন্য টিভি কক্ষে ভিড় করেছিলেন ২৫০-৩০০ জন। আগে থেকেই বৃষ্টি হচ্ছিল সেদিন। হঠাৎ বিকট শব্দে ছাদের মাঝের অংশ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে ধুলায় অন্ধকার হয়ে যায় পুরো কক্ষ। ঘটনাস্থলেই মারা যান ৩৪ জন। পরে মারা যান আরও ছয়জন। তাদের মধ্যে ২৬ জন ছিলেন ছাত্র, ১৪ জন ছিলেন কর্মচারী ও অতিথি।

সেই দিনটিকে স্মরণ করতে আজকের এই দিবস। এ দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন করা হয়। 
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি