ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

আজ নেত্রকোনার দুই রাজাকারের রায়

প্রকাশিত : ০৮:৫৭, ২৪ এপ্রিল ২০১৯ | আপডেট: ১১:৫২, ২৪ এপ্রিল ২০১৯

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার আটপাড়ার হেদায়েতুল্লাহ আঞ্জু বিএসসি ও সোহরাব ফকিরের বিরুদ্ধে করা মামলার রায় আজ বুধবার ঘোষণা করা হবে। বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার রায়ের জন্য এ দিন ধার্য করেন।

গত ৭ মার্চ উভয়পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণা অপেক্ষমাণ রাখা হয়। এদিন আসামি সোহরাব ফকির ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। আরেক আসামি হেদায়েতুল্লাহ পলাতক।

মঙ্গলবার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে এ মামলার প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল উপস্থিত ছিলেন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুস শুকুর খান।

২০১৭ সালের ১০ জানুয়ারি স্থানীয় শান্তি কমিটির সদস্য হেদায়েতুল্লাহ আঞ্জু, এনায়েত উল্লাহ মঞ্জু ও সোহরাব ফকিরের (সোহরাব আলী) বিরুদ্ধে ছয় ধরনের অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। তাদের মধ্যে আঞ্জু-মঞ্জু দুই ভাই। একই বছরের ২৫ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মঞ্জু। আসামিদের বিরুদ্ধে ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি