ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

আজ বিশ্ব তথ্য সুরক্ষা দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ২৮ জানুয়ারি ২০২০ | আপডেট: ০৮:৩৯, ২৮ জানুয়ারি ২০২০

আজ বিশ্ব ‘ডাটা প্রাইভেসি ডে’ বা তথ্য সুরক্ষা দিবস। ১৯৮১ সালে ইউরোপের সংগঠন ‘কাউন্সিল অব ইউরোপ’ কনভেনশন ১০৮ স্বাক্ষরের মধ্য দিয়ে বিশ্বে প্রথম এ দিবস পালন শুরু হয়। প্রতি বছর দিবসটি বিশ্বব্যাপী পালন করা হচ্ছে।

এর মূল লক্ষ্য ব্যক্তিগত তথ্য সুরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি এবং অনলাইনে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি সুরক্ষার অধিকার নিশ্চিত করা।

দিবসটি উপলক্ষে বিশ্বব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে। কাউন্সিল অব ইউরোপ এবং সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যানালাইসিস সেন্টার (সিএসআইএসি) এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করেছে 'পারসোনাল ইনফরমেশন ইজ লাইক মানি, ভ্যালু ইট, প্রটেক্ট ইট।' বাংলায় যার অর্থ দাঁড়ায়- 'ব্যক্তিগত তথ্য টাকার সমতুল্য। একে মূল্য দিন, রক্ষা করুন।'

যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যালায়েন্স এ বছর দিবসটি পালন উপলক্ষে বিশ্বব্যাপী প্রচারের কর্মসূচি হাতে নিয়েছে। তাদের প্রচারের স্লোগান হচ্ছে- ‘ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণ করুন’।

দিবসটি উপলক্ষে এ বছর দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে কোনো কর্মসূচি পালনের তথ্য পাওয়া যায়নি।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি