ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

আাদলত বন্ধ থাকবে ১৬ মে পর্যন্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৭, ৫ মে ২০২০

করোনাভাইরাসের বিস্তার রোধে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ এবং দেশের অধস্তন আদালত সমূহে আগামী ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি থাকবে।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাস (কোভিড-১৯) রোগ বিস্তার রোধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সাধারণ ছুটির ধারাবাহিকতায় দেশের আদালতেও এ ছুটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ মে পর্যন্ত সব আদালতে ছুটি ঘোষণা করা হয়েছে।

এছাড়াও ছুটিকালীন সুপ্রিমকোর্টের উভয় বিভাগের এবং অধস্তন আদালতের কর্মকর্তা- কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল  ত্যাগ না করতে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

এসি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি