ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ইরানে ভূমিকম্পে নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ৮ নভেম্বর ২০১৯ | আপডেট: ১০:১৯, ৮ নভেম্বর ২০১৯

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। 

স্থানীয় সময় শুক্রবার ভোররাত আড়াইটায় আঘাত হানা কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৯। খবর আল জাজিরা’র।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, পূর্ব আজারবাইজান প্রদেশের হাসট্রুড শহর থেকে ৬০ কিলোমিটার দূরে এটি আঘাত হানে।

ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়েছে। কম্পনটি তুলনামুলকভাবে শক্তিশালী ছিল। মধ্যরাতের পর আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে আসে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, প্রায় দুই কোটি লোক কম্পন অনুভব করেছে। ভূকম্পনটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ বাকের অনার বলেন, ৮ উদ্ধারকারী দল পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।

উল্লেখ্য, গত কয়েক দশকে ইরানে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ২০০৩ সালে দেশটির কেরমান প্রদেশের বাম নগরীতে আঘাত হানা শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ৩১ হাজার মানুষের প্রাণহানি হয়। ১৯৯০ সালে ইরানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার আঘাত হানা ভূমিকম্পে নিহত হন প্রায় ৪০ হাজার মানুষ। এছাড়া, কেরমানশাহ প্রদেশে ২০১৭ সালে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ৬০০ জনের মৃত্যু হয়। ২০০৫ সালে দেশটিতে আঘাত হানা ভূমিকম্পে ৬০০ এর বেশি এবং ২০১২ সালে এক ভূমিকম্পে ৩০০ জনের প্রাণহানি হয়।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি