ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

একদিনে আরও ১২শ’ মার্কিনির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ২২ অক্টোবর ২০২০

বিশ্বের অন্যান্য দেশে কখনো কমছে কখনো বাড়ছে করোনার দাপট। কিন্তু প্রকোপ দেখা দেয়ার শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসটি ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যেখানে গতে একদিনেও ১২শ’র বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। গড়ে শনাক্ত হচ্ছে অর্ধলক্ষাধিক। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ হাজার ৬৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৮৫ লাখ ৮৪ হাজার ৮১৯ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২২৫ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ২৭ হাজার ৪০৯ জনে ঠেকেছে। 

অপরদিকে, সুস্থতা লাভ করেছেন আরও ৫৬ হাজার ৪৯৭ জন রোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ৫৬ লাখ ২ হাজার ১১৬ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’
 
এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৮৯ হাজারের বেশি। যেখানে প্রাণহানি ঘটেছে ১৭ হাজার ৭৮৬ জনের। ক্যালিফোর্নিয়ায় করোনার শিকার ৮ লাখ ৮৮ হাজারের বেশি।  এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ১৯৪ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৭ লাখ ৬২ হাজারের অধিক। ইতোমধ্যে সেখানে ১৬ হাজার ২১০ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৫ লাখ সাড়ে ২৪ হাজার অতিক্রম করেছে। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ৫২৩ জন ভুক্তভোগী।  ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী  ৩ লাখ ৫৯ হাজারের কাছাকাছি।  এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৬০৫ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭ হাজার ৭০৪ জনের।

অ্যারিজোনায় আক্রান্ত ২ লাখ ৩৪ হাজার ছুঁই ছুঁই। যেখানে প্রাণ গেছে ৫ হাজার ৮৫৪ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ২৮ হাজার ছুঁতে চলেছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৩৭৩ জনের। 

এছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, , লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

এআই//এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি