ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

এক রাতে শিয়ালের কামড়ে আহত ৩২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৩, ৩ জানুয়ারি ২০২১ | আপডেট: ১৭:০৫, ৩ জানুয়ারি ২০২১

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আহতরা। ছবি: একুশে টেলিভিশন

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আহতরা। ছবি: একুশে টেলিভিশন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৩২ জন আহত হয়েছে। শনিবার (২ জানুয়ারি) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তাজপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 

স্থানীয়রা জানান, রাতে দুটি শিয়াল গ্রামে প্রবেশ করে গ্রামবাসীকে এলোপাথারী কামড়ায়। এ সময় লোকজন একটি শিয়ালকে ধরে মেরে ফেলে।

আহতরা হলেন- তাজপুর গ্রামের গোলাপ মিয়া (৩০), মামুন মিয়া (২৪), কাদির মিয়া (৩০), আশরাফুল ইসলাম (১২), নায়েব আলী (৩৫), শেফালী বেগম (১৪), ওয়াসিম মিয়া (১৬), রাজু মিয়া (১৫), আকরাম মিয়া (১৬), হারুন মিয়া (৫০), বাদশা মিয়া (৩০), হৃদয় মিয়া (১৮), মাহতাব মিয়া (৪০), সোহেদা বেগম (৩৫), মাঈনুদ্দিন (২৫), ফৌজিয়া আক্তার (৬), হেলাল উদ্দিন (৫৫), লাকি আক্তার (২৫), শান্তা বেগম (১৮), আশরাফুল মিয়া (১৫), কাদির মিয়া (৩০), জ্যোতি বেগম (১২), জজ মিয়া (৬০), রাশেদা বেগম (৩০), নিলুফা বেগম (৩৫), মামুন মিয়া (২০), ইয়ার হোসেন (২২), হোসেন মিয়া (২৫), সাইদুর রহমান (৫০), তানিয়া বেগম-(২৭), সামশেদ মিয়া (৩৫) ও কুদরত মিয়া-(৩৪)।

হাসপাতালে আহতরা জানান, বাড়িতে কাজ করার সময় শিয়াল দুটি ঢুকে তাদেরকে কামড়ায়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন বলেন, শনিবার রাতে শিয়ালের কামড়ে আহত ৩২ জন রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদেরকে জলাতঙ্ক রোগের টিকা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি