ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

এতিম হলাম আমি

 চিন্ময় রায় চৌধুরী

প্রকাশিত : ০০:০৮, ১৫ আগস্ট ২০২০

ভোর হবার আগে আমায়
চির এতিম করে দিল
সে দিন শোকে সিক্ত হয়ে
ভোরের সূর্য কেঁদেছিল ।

কেঁদেছিল শুন্য সিঁড়ি 
নীরব রাতে বুটের তলায়
প্রকম্পিত বাড়ী খানা
নগ্ন নরপশুর গোলায়।

শুন্য করে দিল ওরা
বিমল সোনার পুরির সব
নিশাচর নরঘাতক 
অনেক করলো কলরব।

ভীতিহীন পিতা আমার
খুনীর গুলি নিয়ে বুকে
সিঁড়ির গোড়ায় ঘরের মেঝে
লুটিয়ে পরে চরম দুখে।

বাঙ্গালী কি মারতে পারে
আমায় গুলি এমন করে 
ভালবেসে যাদের পিতা
বাঁধলো মহা প্রেমের ডোরে।

হায়রে এই জাতির ভিতর
বেইমানির আছে বাসা
রক্ত ধুয়ে নিতে হবে 
ধুতে হবে ভালবাসা ।

দেহের সকল রক্তকনা
ক্ষোভে ছুটে তীরের বেগে
শোকের ব্যথায় ভাসিয়ে দিল
সেই কালো রাত্রি জেগে ।

রক্ত স্রোত গড়িয়ে গেল
করুন সিঁড়ির ধাপে ধাপে 
মাতলো খুনী তবুও তো
সীমাহীন মহাপাপে ।

হাতের পায়ের রগ কেটে
দিল ওরা মুচকী হেসে
ভেবেছিল সব সত্য
রক্তস্রোতে যাবে ভেসে ।

সকল হিসাব রাখেন বিধি 
যার হয়না ভুল মাপে
তার ক্রোধে চিরকাল
মহা বিশ্ব ভয়ে কাঁপে ।

পিতার দেহ ডিঙ্গিয়ে ঐ
দিয়াবলের দোসর দল
নারী শিশু ক্ষুন কোরে
বাড়ায় আরো পাপের ফল ।

ভালবাসা-ভ্রান্ত আসা
সে তো ভুলের ভেলায় ভাসা
যুগে যুগে হয়েছে সে
দারুনভাবে সর্বনাশা ।

ভালবাসার বলী হলো 
প্রেমিক আমার জাতির পিতা
মহা পুরুষ কোন কালে
ছেড়ে যেতে পারেনি তা ।

এই পৃথিবীর ইতিহাসে 
কাব্য ,গল্প, উপন্যাসে
আমার পিতার অমর নাম
লিখবে সবে ভালবেসে ।

আমায় এতিম করলি যেমন
তেমনি তোদের বংশধর
যুগে যুগে এতিম হবে
এটাই তোদের প্রাপ্য বর ।।
 

কেআই//
                 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি