ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

কবিতা: শাসন-শোষণ

দেবব্রত ঘোষ

প্রকাশিত : ২২:১১, ৯ সেপ্টেম্বর ২০২২

এখানে ধনীর সমস্যা মাথায়, আর গরিবের পেটে
ধনপতির নেশা ধন, গরিব খাটে পিঠে।
সম্পদের অসম বন্টন, সমাজ জ্বলে পুড়ে
কর্তৃত্ব করে রাজনীতি-ধর্ম, গরিব ভুখে মরে।

সুবিধাবাদী বদলায় দল আছে যে ক্ষমতায়
স্বার্থ সিদ্ধি হলে সে আপনায় পালায়।।
আছে সাজ, নেই লাজ
কথা আছে, নেই কাজ
হাকায় পশ গাড়ি, দেয় ভোটের টান
গরিব ঘোরে পিছে পিছে খায় চা পান।।

প্রভাবশালী মেশায় ভেজাল তেলে আর জলে
অনেক বেশি আছে তবে খাদ্যে, শস্যে, মনে আর ফলে।
সারা গায়ে নানান ব্যাথা, রোগে মূর্ছা যাই
ওষুধেও যে আছে ভেজাল, কোথায় মেলে ঠাঁই?

কৃষক, জেলে, দিনমজুর খাটে মজদুর
ফায়দা লুটে গড়ে মসনদ ব্যবসায়ী হুজুর।
আগুন জ্বলে মাংস মাছে আরও নিত্য পণ্যে
গরিব বেচারা দেখে চেয়ে, বড়লোকে কিনে।।

ঠকালে ঠকতে হবে, ডুবালে ডুবতে
ঢুকালে সুঁই, ঢুকবে ছুরি যে সবেতে।
দুঃখ দেবার আগে ভাব, সইতে যেন পারো
নিজের ঘরে জ্বললে আগুন, পাবে না তো কারো।।

জন্মে দায়ী নই যে আমি, দায়ী সে যে কর্মে
মানুষ হয়ে গেলাম ফেঁসে রাজনীতি আর ধর্মে।
সহায় সম্বল এ জীবনে জানি সত্য, সততা
বিভেদ দ্বন্দ্ব ভুলে শীর্ষে মমতা, মানবতা।।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি