ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

কমলো ডিএপি সারের দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ১৫ ডিসেম্বর ২০১৯

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ডাই এমোনিয়াম ফসফেট (ডিএপি) সারের দাম প্রতি কেজিতে নয় টাকা করে কমিয়েছে সরকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষককে লাভবান করতে ডিএপি সারের দাম কেজি প্রতি ৯ টাকা কমানো হয়েছে।

তিনি বলেন, আগে প্রতি কেজি ডিএপি সারের দাম ২৫ টাকা ছিল। এখন প্রতি কেজি ডিএপি ১৬ টাকা। ডিলার পর্যায়ে বর্তমানে ২৩ টাকার পরিবর্তে এখন ১৪ টাকা কেজি দাম নির্ধারণ করা হয়েছে।

রাজ্জাক আরো বলেন, ডিএপি সারে সরকারের প্রণোদনা বাবদ ৮শ’ কোটি টাকা ব্যয় হবে। তবে এই টাকা কৃষি মন্ত্রণালয়ের অনুকূলে প্রণোদনা বাবদ বরাদ্দ ৯ হাজার কোটি টাকা দিয়ে পূরণ করা হবে।

আব্দুর রাজ্জাক আজ রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফ্রিংকালে এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সরকার এ নিয়ে পাঁচ দফায় সারের মূল্য কমালো। ৮০ টাকার টিএসপি সার ২২ টাকা, ৭০ টাকার এমওপি ১৫ টাকা ও ৯০ টাকার ডিএপি ১৬ টাকায় দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ডিএপি সারে ১৮শতাংশ নাইট্রোজেন (এ্যামোনিয়া ফর্মে) এরং টিএসপি সারের সমপরিমানের ফসফেট রয়েছে। এই সার প্রয়োগে ইউরিয়া ও টিএসপি উভয় সারের সুফল পাওয়া যায়।

তিনি আরো বলেন, এতে ইউরিয়া ও টিএসপি সারের ব্যবহার হ্রাস পেয়ে অর্থ ও শ্রম উভয়ের সাশ্রয় হয়। ডিএপি সারের মূল্য হ্রাসে কৃষকের উৎপাদন খরচ কমে যাবে।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি