ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

কুমেকে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৬, ১২ জুলাই ২০২০

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় দুই নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতরা সবাই করোনার বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। 

এর মধ্যে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৩ ও করোনা ওয়ার্ডে একজন। অন্যজন আইসোলেশনে। আজ রোববার সকালে হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম এ তথ্য নিশ্চিত করেন। 

মৃতদের মধ্যে আইসোলেশনে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ইসহাকের ছেলে শামসুল হক (৮০), করোনা ওয়ার্ডে ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামের সুমি আক্তার (২২) এবং আইসিইউতে বরুড়া উপজেলার পাঠানপাড়া গ্রামের মিজানের স্ত্রী হনুফা বেগম (৬০), সদর দক্ষিণ উপজেলার ইসমাইলের ছেলে হাজী ইউনুস (৯০) ও চৌদ্দগ্রাম উপজেলার মৃত ইব্রাহিমের ছেলে নুরুল আমিন (৬৫)।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে,  কুমিল্লায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার ৩৬৪ জন। এর মধ্যে ২ হাজার ৩৭৩ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। আর মৃত্যু হয়েছে ১২১ জনের। 

এআই/এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি